Wednesday, October 12, 2011

নিজের চিন্তা বুদ্বি কাজে লাগিয়ে সব কাজ করবে।


রোবট সাধারণত তার ভেতরে প্রোগ্রাম করে দেওয়া তথ্যের ভিত্তিতে কাজ করে থাকে। মানুষের মতো নিজস্ব অভিজ্ঞতা শিক্ষা থেকে কাজ করার ক্ষমতা তার নেই। কিন্তু এমন রোবট যদি তৈরি হয়, সে চারপাশে ঘটে যাওয়া ব্যাপারগুলো থেকে শিক্ষা নেবে, ভেতরের প্রোগ্রামের মাধ্যমে সেগুলো নিয়ে গবেষণা করবে এবং প্রোগ্রামের সঙ্গে বাস্তব দুনিয়াকে মিলিয়ে সমস্যাগুলোর সমাধার করবেতা হলে কেমন হয়। সম্প্রতি জাপানের টোকিও রিসার্চ সেন্টারের একজন বিজ্ঞানী ওসামু হাসেগাওয়া এমন একটি রোবট তৈরির পথে এগিয়ে গেছেন অনেক দূর।

সব রোবটই ভেতরের প্রোগ্রামের সঙ্গে মিলিয়ে কাজ সম্পাদন করে থাকে। কিন্তু বাস্তব দুনিয়ার সঙ্গে তাদের তেমন একটা পরিচয় থাকে না।ওসামুর মন্তব্য।
ওসামু আরও বলেন, ‘আমরা তেমনই একটি রোবট বানানোর কাজ এগিয়ে নিচ্ছি, যা বাস্তবলব্ধ জ্ঞান থেকে কাজ করবে। তার ভেতরেও প্রোগ্রাম থাকবে। কিন্তু সে বাইরের পৃথিবী থেকে শিখে সূক্ষ্মভাবে কাজ সম্পাদন করবে বা সমস্যার সমাধান করবে।
আমাদের এই রোবট বানানোর মূল উদ্দেশ্য রোবটিক প্রযুক্তির সঙ্গে বাস্তবের সংমিশ্রণ ঘটানো।বলেছেন ওসামু।
জানা গেছে, টোকিও রিসার্চ সেন্টারের নতুন রোবটের নামসোইন সোইন তার চারদিকের পরিবেশ পরীক্ষা করে জ্ঞান নিজের প্রোগ্রামে অন্তর্ভুক্ত করবে এবং সে অনুযায়ী কাজ করবে। এমনকি কোনো বিষয়ে তার জ্ঞান না থাকলেও সে নিজে নিজে ইন্টারনেট ব্রাউজ করে ব্রাউজিং লব্ধ জ্ঞান থেকে কাজ করবে। ওয়েবসাইট

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More