রাশিয়ার ককেশাস পর্বতমালায় অবস্থিত এলব্রুস পর্বত প্রকৃতপক্ষে একটি মৃত আগ্নেয়গিরি। ধারণা করা হয় ১০০ খ্রিষ্টাব্দে ভীষণ তেতে উঠেছিল এলব্রুস। আগুন চুরির অপরাধে জিউস নাকি প্রমিথিউসকে এই পাহাড়ে এনে বন্দি করে রেখেছিলেন। দেবদেবীর হাত লেগে তখন সরগরম ছিল এলব্রুস পর্বত।
এর নাম এসেছে আবার পারস্য কিংবদন্তির পর্বত আলবোর্জ থেকে। বিভিন্ন স্থানীয় ভাষায় এটি সুখের পর্বত, হাজার পর্বত কিংবা বরফের কেশর নামেও পরিচিত। শৃঙ্গের উচ্চতা ৫ হাজার ৬৪২ মিটার। ১৮৭৪ সালে প্রথম সফল অভিযান করেন ক্রফোর্ড গ্রোভের দল।
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment