বাবা মায়ের মার খাই প্রায় 99 শতাংশ বাচ্চা
ঢাকা বিশ্ববিদ্যালয়, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের সুপরিচিত একজন মনোবিজ্ঞানী বলেছেন, বাংলাদেশে ৯৯ শতাংশ শিশু ঘরে নির্যাতিত হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) এক গোলটেবিলে মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক মেহতাব খানম বলেন, "বিদ্যালয়গামী শিশুদের ৯১ শতাংশ এবং শ্রমজীবী শিশুদের ৬০ শতাংশ কর্মস্থলে নির্যাতনের শিকার হচ্ছে।"
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) এক গোলটেবিলে মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক মেহতাব খানম বলেন, "বিদ্যালয়গামী শিশুদের ৯১ শতাংশ এবং শ্রমজীবী শিশুদের ৬০ শতাংশ কর্মস্থলে নির্যাতনের শিকার হচ্ছে।"
ইউনিসেফের সা¤প্রতিক এক প্রতিবেদনের বরাত দিয়ে তিনি এ কথা বলেন।
" বাবা-মায়ের তার সন্তানকে চড় মারার অধিকার রয়েছে," মন্তব্য করে তিনি বলেন, "কিন্তু এটা শিশুদের মনে কীরকম প্রতিক্রিয়া সৃষ্টি করে এটাও বাবা-মাকে বুঝতে পারতে হবে"।
" তাই বাবা-মাকে শিশুদের মনের অবস্থা বুঝে তাদের শাসন করতে হবে।"
সিনেট ভবনে 'মানসিক স্বাস্থ্য সুরক্ষার অধিকার-মানবাধিকার' শিরোনামে এ বৈঠক যৌথভাবে আয়োজন করে আইন ও সালিশ কেন্দ্র, এডুকেশনাল এন্ড কাউন্সিলিং সাইকোলজি ঢাবি এবং ছাত্র নির্দেশনা ও পরামর্শদান দপ্তর ঢাবি।
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে এ গোলটেবিলের আয়োজন করা হয়।
শিশু সন্তানের সঙ্গে বাবা-মায়ের পারিবারিক সমস্যা নিয়ে আলোচনা করেন মেহতাব খানম বলেন, "এটা শিশুর মানসিক বিকাশ বাধাগ্রস্ত করে এবং বাবা-মা সম্পর্কে শিশুদের মনে খারাপ ধারণা সৃষ্টি করে।"
মনোরোগের চিকিৎসা সম্পর্কে তিনি বলেন, "মনোবিজ্ঞানী বা মনো চিকিৎসক একা এ রোগ সারাতে পারবে না এর জন্য দরকার পরিবারের সহযোগিতা।"
সূত্র:-বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম
0 comments:
Post a Comment