Friday, October 21, 2011

অবিস্বাস্য ঘটনা 85 কেজি ওজনের একটি বাঘাইর মাছ ।

বাংলাদেশের ফরিদপুরে জেলার পদ্মা নদীর ধলার মোড় নামক স্থান থেকে বিশাল আকৃতির একটি বাঘাইর মাছ ধরেছে জেলেরা। পরে মেপে দেখা যায় এটির ওজন ৮৫ কেজি। মাছটি

দেখতে শত শত মানুষ ভিড় করে।



খালেকুজ্জামান
জাকির নামে স্থানীয় এক ব্যবসায়ী জানান, পদ্মা নদীতে শখেরবশে মাছ ধরতে গেলে হঠাৎ তাদের সঙ্গে থাকা জেলেদের জালে মাছটি ধরা পড়ে। এক ঘণ্টার চেষ্টার পর মাছটি ডাঙ্গায় আনতে সক্ষম হয়। মাছটি ৬০ হাজার টাকায় জেলেদের কাছ থেকে কয়েক ব্যবসায়ী কিনে নেন বলে জানান তিনি

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More